360 x 130 ad code [Sitewide - Site Header]

৬ দফা দাবিতে শাবিপ্রবি সাংবাদিকদের একাংশের অবস্থান ধর্মঘট

Share via email

নিজস্ব সংবাদদাতাঃ

ফেসবুকে অপপ্রচারের দায়ে অভিযুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের(সিএসই) অনিয়মিত শিক্ষার্থী ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মিস্‌বাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিস্‌বাহ উদ্দিনের বিরুদ্ধে গঠিত তথাকথিত হয়রানিমূলক তদন্ত কমিটি বাতিল সহ ৬ দফা দাবিতে অবস্থান ধর্মঘট করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকবৃন্দের একাংশ। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচীর ঘোষনা দিবে বলে আন্দোলনরত সাংবাদিকরা জানান

এদিকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মিসবাহ উদ্দিনের সাময়িক বহিষ্কারের প্রতিবাদ জানিয়ে ড. মুহাম্মদ জাফর ইকবালকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি বাতিল ও সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে শাবিপ্রবি শাখা ছাত্রশিবির।

৬ দফা দাবিতে শাবিপ্রবি সাংবাদিকদের অবস্থান ধর্মঘট

৬ দফা দাবিতে শাবিপ্রবি সাংবাদিকদের অবস্থান ধর্মঘট; ছবিঃ সাস্টনিউজ২৪.কম

শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে পালিত এ ধর্মঘটে শাবিপ্রবি সাংবাদিকবৃন্দের উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলঃ মিস্‌বাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার, মিস্‌বাহ উদ্দিনের বিরুদ্ধে গঠিত তথাকথিত হয়রানিমূলক তদন্ত কমিটি বাতিল, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে(বিএমবি) অস্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক নিয়োগ বাতিল, ছাত্রীদের নিগ্রহে জড়িত কর্মচারীদের সর্বোচ্চ শাস্তি এবং অপরাধীদের রক্ষাকর্তাদের কঠোর শাস্তি প্রদান, মুক্তচিন্তা ও গণমাধ্যম বিদ্বেষী ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও বিশ্ববিদ্যালয়ের আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ।

ধর্মঘটরত সাংবাদিকরা জানান, মিস্‌বাহ’র বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রণোদিত।

অপরদিকে, অভিযুক্তের সমর্থকরা এ অবস্থান ধর্মঘট পালন করছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিক জানান।

উল্লেখ্য, ফেইসবুকে শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে মিসবাহ উদ্দিনের ক্রমাগত নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারার অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের এক জরুরী বৈঠক বসেবৈঠকে মুন্সী মুহাম্মদ মিসবাহ উদ্দিনের অপপ্রচারের বিষয়টি খতিয়ে দেখতে ড. মুহম্মদ জাফর ইকবালকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়তদন্ত কমিটির প্রাথমিক তদন্তের ভিত্তিতে মিসবাহ উদ্দিনকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব থেকে সাময়িক বহিষ্কারের আবেদন করা হয়এর প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের নির্বাহী আদেশে মিসবাহ উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করেন। এ সিদ্ধান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে

মিসবাহ’র সাময়িক বহিষ্কার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. ইশফাকুল হোসেন জানান, শৃঙ্খলাভঙ্গ ও শিক্ষকশিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে মিসবাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক শহীদুর রহমান বলেন, মিসবাহ উদ্দিনের বিরুদ্ধে আনীত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মানহানি, অপপ্রচার ও কুৎসা রটানোঅভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করতে ভিসিকে সুপারিশ করা হয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদঃ গতকাল(সোমবার) শাবিপ্রবি প্রশাসন দৈনিক প্রথম আলোতে ‘শিক্ষক নিয়োগে নীতিমালা লঙ্ঘন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, সংবাদটি যথাযথ তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ নয়বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের চাপের মুখে পছন্দের প্রার্থী নিয়োগের অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যমূলকবিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছেএতে নীতিমালার কোনো লঙ্ঘন ঘটেনিবাছাই বোর্ডের সব সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের(বিএমবি) নিয়োগ বোর্ডের সভা হয়

প্রতিবাদপত্রে আরও বলা হয়, সব নীতিমালা মেনেই প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে(বিএমবি) মোস্তফা কামাল মাসুদকে নিয়োগ দেওয়া হয়েছে।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ২৩ এপ্রিল ২০১৩ইং, মঙ্গলবার ১৬টা ১৭মিনিটে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (BMB), মিশ্র সংবাদ, শীর্ষ সংবাদ, সর্বশেষ ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

Leave a Reply

300 x 250 ad code innerpage

Recent Entries

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com