360 x 130 ad code [Sitewide - Site Header]

শিক্ষার্থীদের মশাল মিছিলঃ ৪৮ ঘন্টার ধর্মঘট আহ্বান

Share via email

সাস্টনিউজ২৪ ডেস্কঃ

ছাত্রীকে কটূক্তির অভিযোগে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক নাছির উদ্দিনের চাকরিচ্যুতির দাবিতে মশাল মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।  শনিবার রাতে এ মশাল মিছিল করেন আন্দোলনকারী  শিক্ষার্থীরা।

মিছিলটি ডি বিল্ডিং হতে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ডি বিল্ডিংএ এসে শেষ হয়। মিছিল শেষে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে শিক্ষার্থীদের বেঁধে দেয়া ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে চাকুরিচ্যুত করা না হলে আন্দোলন আরো ভয়াবহ রূপ নেবে বলে হুঁশিয়ার করেন শিক্ষার্থীরা।

২২ এপ্রিল সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত প্রত্যাখান করে দ্বিতীয় বারের মতো এ ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বৃহস্পতিবার একই দাবিতে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেন তারা। শনিবার বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের পাশে এক সংবাদ সম্মেলনে ৪৮ ঘন্টার ধর্মঘট ঘোষণা দেন এ আন্দোলনের মুখপাত্র শরীফুল ইসলাম বুলবুল।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ২৬ এপ্রিল ২০১৪ইং, শনিবার ২১টা ১১মিনিটে বিভাগীয়, মিশ্র সংবাদ, রাজনীতি, লোক প্রশাসন, শাবিপ্রবি প্রশাসন, শীর্ষ সংবাদ, সর্বশেষ ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

Leave a Reply

300 x 250 ad code innerpage

Recent Entries

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com