360 x 130 ad code [Sitewide - Site Header]

শাবিপ্রবির বিএমবি বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত

Share via email

বিশেষ সংবাদদাতাঃ

1156

দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএমবি পরিবারের আনন্দ র‍্যালি

 

বৃহস্পতিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের দ্বিতীয় বর্ষপূর্তি দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে দুপুর সাড়ে ১২টার দিকে বিএমবি পরিবারের পক্ষ থেকে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি বের করা হয়। সন্ধ্যা ৬টার দিকে বর্ষপূর্তির কেক কাটা হয়। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।

তৃতীয় জন্মদিনের এই আনন্দক্ষণে বিভাগের প্রভাষক মোস্তফা কামাল মাসুদ বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে বিভাগ থেকে শিক্ষা কার্যক্রম সম্পাদন করে শিক্ষার্থীরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।’

 

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ২৪ জানুয়ারি ২০১৪ইং, শুক্রবার ১৬টা ০৮মিনিটে অন্যান্য, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (BMB), প্রিয় মুখ, বিভাগীয়, মিশ্র সংবাদ, শিক্ষাঙ্গনে জীবনযাত্রা, শীর্ষ সংবাদ, সংগঠন, সর্বশেষ, সাহিত্য ও সংস্কৃতি ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

মন্তব্যসমূহ

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com