360 x 130 ad code [Sitewide - Site Header]

সোমবার থিয়েটার সাস্টের ‘রক্তাক্ত প্রান্তর’

Share via email

আগামী  অক্টোবর ২৩ সোমবার সন্ধ্যা ৬ টায় শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে  ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি। এটি থিয়েটার সাস্ট এর ত্রিংশ প্রযোজনা। নাটকটি রচনা করেছেন মুনীর চৌধুরী এবং নির্দেশনায় থাকছেন মো ইউসুফ হোসাইন। সাথে সহ-নির্দেশনায় আছেন আব্দুল্লাহ মো আবিদ এবং তন্ময় পালিত। পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে  ট্র্যাজিক প্রেমের  কাহিনী এর উপর ভিত্তি করে মুনীর চৌধুরী নাটকটি রচনা করেছেন। এটি নিয়ে থিয়েটার সাস্ট এর প্রদর্শনী সংখ্যা হবে ১১২।

‘রক্তাক্ত প্রান্তর’ এর প্রদর্শনীর  নিদের্শনপত্র ডক্টর গোবিন্দ চন্দ্র দেব ভবন এর সামনে অবস্থিত থিয়েটার সাস্ট এর নিদর্শনপত্র বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। এছাড়া প্রদর্শনীর দিন কেন্দ্রীয় মিলনায়তনের বিক্রয়কেন্দ্রেও প্রদর্শনীর নিদর্শনপত্র পাওয়া যাবে।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ১৯ অক্টোবর ২০১৭ইং, বৃহস্পতিবার ১০টা ২৬মিনিটে অনুষ্ঠান সূচি, থিয়েটার সাস্ট, বিজ্ঞপ্তি, সংগঠন, সংবাদ বিজ্ঞপ্তি, সর্বশেষ ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

Leave a Reply

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com