360 x 130 ad code [Sitewide - Site Header]

ওপিআরএস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Share via email


গত জুলাই ১৭ তারিখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় মিলনায়তনে ‘‘ওয়ার্কসপ অন অনলাইন রেজাল্ট প্রসেসিং সফটওয়ার (ও পি আর এস)’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মো আমিনুল হক ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে যে কোন ব্যবস্থা ডিজিটালীকরণের বিকল্প নেই। দেশের প্রথম সারির এই বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশে উৎকর্ষতা দেখিয়েছে। অনলাইন রেজাল্ট প্রসেসিং সফটওয়ার পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতার অবসান ঘটাবে।’

আই, আই, সিটির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মো রেজা সেলিম ও কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো মুজিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ২৬ জুলাই ২০১৭ইং, বুধবার ১৬টা ২৮মিনিটে বক্তৃতানুষ্ঠান, আলোচনাসভা ও কর্মশালা, বিজ্ঞপ্তি, মিশ্র সংবাদ, সংবাদ বিজ্ঞপ্তি ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

Leave a Reply

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com