360 x 130 ad code [Sitewide - Site Header]

শাবিপ্রবিতে পরীক্ষানল গর্ভাধান বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত

Share via email

 

মাহফুজুর রহমান লিহান:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাণ্ড বায়োটেকনোলজি – জিইবি), এবং জৈব রসায়ন ও জৈবাণুবিজ্ঞান (বায়োকেমিস্ট্রি অ্যাণ্ড মলিকিউলার বায়োলজি – বিএমবি) বিভাগের সম্মিলিত আয়োজনে ‘ওভারভিউ অফ দ্য টেস্ট টিউব বেবি’ শীর্ষক আলোচনা সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের খুদে মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গতকাল (এপ্রিল ৯) বেলা ২টা ৩০ মিনিটে জীববিজ্ঞান অনুষদপ্রধান অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর আমন্ত্রিত বক্তা, ভারতের আসামের প্রতিক্ষা হসপিটাল থেকে আগত স্বনামধন্য গায়নোকোলজিস্ট এবং আইভিএফ স্পেশালিস্ট ডাক্তার মুজিবুর রহমান তার পরীক্ষানল গর্ভাধান তথা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বিষয়ক বক্তব্য তুলে ধরেন। তিনি তার বক্তব্যে পরীক্ষানল গর্ভাধান এর প্রক্রিয়া, প্রয়োজনীয়তা, সমস্যা ইত্যাদি বিষয়ের উপর বিজ্ঞান নির্ভর উপস্থাপনা তুলে ধরেন। তার বক্তব্য শেষে চলে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।

এরপর জীববিজ্ঞান অনুষদপ্রধান এবং জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের প্রধান ডক্টর আবুল কালাম আজাদ, এবং জৈবরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর শামীম আহমেদ ডাক্তার মুজিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ১০ এপ্রিল ২০১৭ইং, সোমবার ১৭টা ৪৭মিনিটে জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি (GEB), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান (BMB), বক্তৃতানুষ্ঠান, আলোচনাসভা ও কর্মশালা, বিভাগীয়, মিশ্র সংবাদ, সর্বশেষ ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

মন্তব্যসমূহ

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com