সাস্টনিউজে সংবাদ প্রকাশের পর ঠিক হল সাস্টিয়ান মেইল
সৈয়দ মুক্তাদির আল সিয়াম:
“একমাস ধরে অচল সাস্টিয়ান মেইল” শিরোনামে সাস্টনিউজে সংবাদ প্রকাশের তিনদিনের মাথায় আজ, রবিবার শাবি শিক্ষার্থীদের সহায়তায় স্টুডেন্ট মেইল সিস্টেমটি ঠিক করা হয়েছে।
গত বৃহস্পতিবার কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলামের সাথে আলাপচারিতার পর তিনি রবিবারের মধ্যে এটি ঠিক করার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সে আশ্বাসের প্রেক্ষিতে কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আজ দুপুরে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী আবু শাহরিয়ার রাতুল ও ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মশিউর রহমান সিদ্দিকীর সহায়তায় সমস্যাটির সমাধান হয়।
উল্লেখ্য, এর আগেও এদুজনের সহায়তা করার কথা থাকলেও কম্পিউটার সেন্টার নিজেরাই ঠিক করবে বলে জানায়।
গত ২৫ ডিসেম্বর ২০১৬ তারিখের পর থেকে আর কোন মেইল পাওয়া যাচ্ছিলো না। রিসার্চ গেট, এমাজন সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক বিভিন্ন সাইটের কোন মেইল না পাওয়ায় ভোগান্তির শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা।