360 x 130 ad code [Sitewide - Site Header]

শুরু হয়েছে পিএসএস বিভাগের ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেটে চ্যাম্পিয়ন ৯ম ব্যাচ

Share via email

আরাফ আহমদ :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএসএস সমিতির উদ্যোগে আজ সোমবার ৮ আগস্ট থেকে শুরু হয়েছে

আন্তঃসেমিস্টার ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৪ আগস্ট ফাইনাল খেলার মাধ্যমে শেষ হবে

টুর্নামেন্টটি।
IMG_3564

সোমবার সকাল ১০.০ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে পলিটিক্যাল স্টাডিজ

বিভাগের বিভাগীয় প্রধান ও সমিতির সভাপতি অধ্যাপক দিলারা রহমান টুর্নামেন্টের

উদ্বোধন করেন, উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.সৈয়দ আশরাফুর রহমান,

সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাখরুস সালাম, সহকারী অধ্যাপক মোহাম্মদ শাকিল ভূইঁয়া।

আরো উপস্থিত ছিলেন পিএসএস সমিতির সহ-সভাপতি (ভিপি)জাকারিয়া মাসুদ, কোষাধ্যক্ষ আজহারুল

ইসলাম, প্রচার সম্পাদক আরাফ আহমদ, কার্যনির্বাহী সদস্য এবাদুর রহমান মইনুল, শাহ

সুলতান রাসেল প্রমূখ।

উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় প্রধান ও সমিতির সভাপতি অধ্যাপক দিলারা রহমান বলেন-

“পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।খেলাধুলা সহ-

শিক্ষা হিসেবে কাজ করে। খেলাধুলার মাধ্যমে মন ভলো থাকে,মেধা বিকশিত হয়, শরীর সুস্থ

থাকে।”

সকাল সাড়ে ১০ টায় ’পিএসএস-৬ষ্ঠ ব্যাচ’ বনাম পিএসএস-৯ম ব্যাচের মধ্যে শুরু হয়

টুর্নামেন্টের প্রথম খেলা। এতে পিএসএস ৬ষ্ঠ ব্যাচের রিমনের ১টি গোলের মাধ্যমে ১-০

গোলে ৯ম ব্যাচকে পরাজিত করে।

গত ২ আগস্ট থেকে ৭ আগস্ট চলা আন্তঃসেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পিএসএস-

১১তম ব্যাচকে পরাজিত করে প্রথম বারের মতো ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে পিএসএস-৯ম

ব্যাচ।

উল্লেখ্য, আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে পলিটিক্যিাল স্টাডিজ বিভাগের ইনডোর স্পোর্টস

উইক এবং শেষ হবে ২২ আগস্ট।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ৯ আগস্ট ২০১৬ইং, মঙ্গলবার ৮টা ১৮মিনিটে খেলাধূলা, রাষ্ট্রবিজ্ঞান ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

Leave a Reply

300 x 250 ad code innerpage

Recent Entries

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com