360 x 130 ad code [Sitewide - Site Header]

ফলের তৃপ্তি: ২০১৬

Share via email

কর্ণ:

আগামী জুন ১২, রবিবার থেকে শুরু হতে চলেছে শাবিপ্রবির গ্রীষ্মকালীন ছুটি। গ্রীষ্মকালীন ছুটির অন্যতম প্রধান আকর্ষণ থাকে বাড়িতে গিয়ে পরিবার ও আপনজনদের সাথে মধুমাসের মধুমাখা ফল আহার করা করা।

 

সুস্বাদু ফলের এই আকর্ষণে বাঁধা পড়ে বিভিন্ন বিভাগ ও সংগঠনগুলোও। সাংগঠনিক কর্মকাণ্ডের পরিচয় দেয়া ছাড়াও নিজেদের মাঝে সম্প্রীতি বাড়াতে  প্রতিবছরই নানা সংগঠন ও বিভাগ আয়োজন করে ফল উৎসবের। এবছরও তার ব্যাতিক্রম ঘটে নি। তবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় স্বল্পতার কারণে গত বছরের তুলনায় এবারে সংখ্যাটা তুলনামূলকভাবে অনেক কম।

13403923_1035287409888746_6146505336601320958_o

স্বপ্নোত্থানের ফলোৎসবে পথশিশুরা || ছবি: স্বপ্নোত্থান

গত বৃহস্পতিবার জুন ২ তারিখে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসবের আয়োজন করে স্বপ্নোত্থান। এর মূল উদ্দেশ্য ছিল পথশিশুদের মুখে তৃপ্তির হাসি ফোটানোর। মূলত পথশিশুদের কাজ করে যাওয়া এই সংগঠনটি প্রতিবছর তাদের উদ্দেশ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। তবে এবার রমজানের শুরুর দিকেই বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আয়োজনের জন্য প্রয়োজনীয় সময় স্বল্পতার কারণে তা আর সম্ভব হচ্ছে না। তবে এই ফল উৎসবে ঘোষণা দেয়া হয় রমজানের দ্বিতীয় সপ্তাহের ভেতর ভোলানন্দ নৈশ বিদ্যালয়ের শিশুদের সাথে ছোট পরিসরে ইফতার করার। কর্মজীবী শিশুদের জন্য এই বিদ্যালয়ে পাঠদান করে থাকে স্বপ্নোত্থানের  সদস্যবৃন্দ।

এই আয়োজনে উল্লেখযোগ্যদের মাঝে ছিলেন স্বপ্নোত্থানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো রাশেদ তালুকদার (গণিত বিভাগ), উপদেষ্টা সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও উপদেষ্টা প্রভাষক শান্তা সাহা (আই,পি,ই)।

 

13342032_967725593348316_64114336_n

ফল পরিবেশনের আগে থিয়েটার সাস্টের সদস্যবৃন্দ || ছবি: থিয়েটার সাস্ট

এর পরেরদিন অর্থাৎ জুন ৩ তারিখে ফল উৎসবের আয়োজন করে থিয়েটার সাস্ট। ফলাহার শেষে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘থিয়েটার সাস্ট- স্পোর্টস উইক’-এর ইভেন্টসমূহের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্পোর্টস উইকের ‘প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্মৃতি রাণী সরকার।

13415685_10206479190324018_1887250678010735184_o

‘ফলাহার’ শেষে শিকড়ের সদস্যবৃন্দ || ছবি: শিকড়

গত সোমবার, জুন ৬ তারিখে অনুষ্ঠিত হল ‘শিকড়’ আয়োজিত ‘শিকড় ফলাহার – ২০১৬’। আয়োজনে শিকড়ের সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান ও শিকড়ের শুভাকাঙ্ক্ষীবৃন্দ। ফলাহার শেষে শিকড় এর সাহিত্যবিষয়ক ঋতুভিত্তিক সাহিত্য পত্রিকা “অরণী” এর গ্রীষ্ম সংখ্যা রুদ্রপ্রয়াগ এর মোড়ক উন্মোচন করা হয়। শিকড়ের সাধারণ সম্পাদক পৃষুতি চাকমা জানান, ঈদের পর শিকড়ের “শিকড় স্কুল” এর কার্যক্রম শুরু হবে।

 

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ১০ জুন ২০১৬ইং, শুক্রবার ১০টা ৪৫মিনিটে থিয়েটার সাস্ট, ফল উৎসব, মিশ্র সংবাদ, শিকড়, সংগঠন, সর্বশেষ, স্বপ্নোত্থান ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

মন্তব্যসমূহ

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com