360 x 130 ad code [Sitewide - Site Header]

বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের “বিশ্ব পরিবেশ দিবস-২০১৬” ও বীজ বপন কর্মসূচী পালিত

Share via email
তাসনিমা মুকিত রিহাঃ

20160605_123208প্রতি বছর ৫ জুন পালিত হয় “বিশ্ব পরিবেশ দিবস”। প্রতিবারের ন্যায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে পালিত হল “বিশ্ব পরিবেশ দিবস-২০১৬”। ১৯৭২ সালের ৫ জুন আয়োজন করা হয়েছিল জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স। ১৬ জুন পর্যন্ত চলে এই কনফারেন্স। এই কনফারেন্সে জাতিসংঘের সাধারন সভায় ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই প্রতি বছর বিশ্বব্যাপী ১০০টির ও বেশি দেশে নানা আনুষ্ঠানিকতার সাথে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়ে থাকে।

দিনটি উদযাপনের লক্ষ্যে বেলা ১২.০০ টায় বিভাগের নিজস্ব অ্যাসোসিয়েশন “বাফসা”-র পক্ষ হতে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিভাগের সকল শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সকল শিক্ষকবৃন্দ। র‍্যালিটি যথাসময়ে শিক্ষাভবন-ই এর সামনে থেকে শুরু হয়ে এবং গোলচত্তর প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত সকলের উদ্দেশে একে একে বক্তব্য রাখেন বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান ডঃ নারায়ন সাহা এবং অধ্যাপক ডঃ মোঃ বেলাল উদ্দিন।20160605_122032

অধ্যাপক ডঃ নারায়ন সাহা এসময় তার বক্তব্যে বলেন, “এবারের বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবৈধভাবে বন্যপ্রাণী বাণিজ্য রোধ। আমরা যেহেতু এ বিষয় নিয়ে পড়ালেখা ও গবেষণা করে থাকি সেহেতু আমাদের উচি অবৈধ বন্যপ্রাণী পাচার ও বানিজ্যিকীকরন রোধে নিজ নিজ স্থান হতে পদক্ষেপ গ্রহণ করা এবং এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। বন্যপ্রাণী আমাদের পরিবেশেরে অপরিহার্য উপাদান। বন্যপ্রাণী না থাকলে বন থাকবে না, আর বন না থাকলে এই পৃথিবী টিকে থাকবে না। তাই নিজেদের প্রয়োজনেই আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিৎ”।

অধ্যাপক ডঃ মোঃ বেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “বন্যপ্রাণী যে কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে তা নয়, আমাদের খাদ্যশৃঙ্খল বজায় রাখতে এর ভূমিকা অপরিসীম। খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল বন্যপ্রাণী। খাদ্যশৃঙ্খলের একটি উপাদানের অনুপস্থিতি আমাদের সম্পূর্ণ খাদ্য প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করে দেয়। তাই খাদ্যশৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ করা উচিৎ, আর বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে হলে সবার প্রথমে বনভূমি রক্ষা করতে হবে। সবার আগে পরিবেশ। পরিবেশ বাচলেই আমরা বঁচবো”।

এরপর আজকের অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ হতে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাফসার সাধারন সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য শুভ। তিনি আজকের আয়োজনে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান হতে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। এসময় তিনি উপস্থিত সকলকে আজকের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহন করে একটি করে বীজ বপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় ক্ষুদ্র ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।

20160605_130224সবশেষে বিভাগের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভাগের নিজস্ব নার্সারিতে পলিব্যাগে গর্জন এবং মেহেগনির বীজ বপনের মাধ্যমে আজকের আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Share via email

ক্যাটাগরি অনুযায়ী সংবাদ

এই সংবাদটি ৬ জুন ২০১৬ইং, সোমবার ১টা ১৫মিনিটে উদযাপন, বন ও পরিবেশ বিজ্ঞান, শীর্ষ সংবাদ, সর্বশেষ ক্যাটাগরিতে প্রকাশিত হয়। এই সংবাদের মন্তব্যগুলি স্বয়ঙ্ক্রিয় ভাবে পেতে সাবস্ক্রাইব(RSS) করুন। আপনি নিজে মন্তব্য করতে চাইলে নিচের বক্সে লিখে প্রকাশ করুন।

মন্তব্যসমূহ

120 x 200 [Sitewide - Site Festoon]
প্রধান সম্পাদক: সৈয়দ মুক্তাদির আল সিয়াম, বার্তা সম্পাদক: আকিব হাসান মুন

প্রকাশিত সকল সংবাদের দায়ভার প্রধান সম্পাদকের। Copyright © 2013-2017, SUSTnews24.com | Hosting sponsored by KDevs.com