আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:
আজ ৫ এপ্রিল, ২০১৬ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা-২০১৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে পরিসংখ্যান বিভাগ বিজয়ী হয়। বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিপক্ষে পরিসংখ্যান বিভাগ ২-০ সেটে এই জয় ছিনিয়ে নেয়।
এদিকে মেয়েদের ভলিবল প্রতিযোগিতায় রাসায়নিক কৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগ ২-১ সেটে স্থাপত্য বিভাগকে পরাজিত করে বিজয়ী হয়।
গত মার্চ ২৩ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আমিনুল হক ভূইয়া উভয় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন, এবং সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ডক্টর মো. রাশেদ তালুকদার, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী-সউদ-বিন আম্বিয়াসহ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।